হাতিকে খাবার দিতে এসে হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির। আহত আরো একজন।মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মায়পুর ইসকনের হাতিশালায়।মৃতের নাম সমুদ্র রাভা (২৭)। তাঁর বাড়ি অসমের কামরূপ জেলার ডুলিয়া গ্রামে।
সূত্রের খবর, শনিবার রাত্রিবেলা দুটি হাতিকে খাবার দিয়ে গিয়ে একটি হাতি সমুদ্রকে পিলারের সঙ্গে চেপে ধরে। হাতির এমন বেগতিক পরিস্থিতি দেখে অন্য আরও একজনও উপর থেকে লাফ দেন। গুরুতর আঘাত লাগে তাঁর।
দ্রুত আহতদের উদ্ধার করে স্থানীয় মায়াপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা সমুদ্রকে মৃত বলে ঘোষণা করেন। আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন।