গত বছর বিশ্বকাপ ফাইনালের পর থেকে ক্রিকেট খেলেননি শামি।চোটের জন্য আইপিএলেও খেলতে পারছেন না।কিন্তু বল হাতে ফের মাঠে ফিরতে তৈরি হচ্ছেন ভারতীয় পেসার।অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে ওঠার চেষ্টা চালাচ্ছেন মহম্মদ শামি।সম্প্রতি সোশাল মিডিয়ায় ক্রাচ হাতে হাঁটার একটি ছবি পোস্ট করে শামি লেখেন, “আগের জীবনে ফিরছি।
সাফল্যের জন্য ক্ষুধার্ত। পথ হয়তো কঠিন, কিন্তু গন্তব্যে পৌঁছে তার মূল্য পাব।”।শামি যে গোড়ালিতে চোট নিয়েই বিশ্বকাপ খেলেছিলেন, সেটা জানা গিয়েছিল প্রতিযোগিতার পরে। তাই নিয়েই সর্বোচ্চ উইকেটশিকারী হন। তার পরেই গোড়ালির চোটের চিকিৎসা করান।
ফেব্রুয়ারি মাসে লন্ডনে তাঁর অস্ত্রোপচার হয়। তার বেশ অনেক দিন পরে দেশে ফেরেন তিনি। এখনও স্বাভাবিক ভাবে হাঁটাচলা করতে পারছেন না। সেটা পারলেই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করতে যাবেন।শামির অভাব প্রসঙ্গে গুজরাতের পেসার মোহিত শর্মা কিছু দিন আগেই বলেছিলেন, “যে কোনও দলই শামিকে মিস্ করবে।
কোনও ক্রিকেটারকে দিয়েই ওর অভাব ঢাকা যায় না। কিন্তু চোট বিষয়টা সবারই নিয়ন্ত্রণের বাইরে। কী ভাবে এগিয়ে যাওয়া যায়, সেটা খুঁজে বার করতে হবে আমাদের।”