কেরালায় ডাক্তারি পড়ুয়ার রহস্যমৃত্যুর ঘটনার তদন্তভার পেল সিবিআই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত সিদ্ধার্থান জে এস পশু চিকিৎসা পড়াশোনা করছিলেন। গত ১৮ ফেব্রুয়ারি হস্টেলের বাথরুম থেকে তাঁর নিথর দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, নৃশংস ব়্যাগিংয়ের জেরে মৃত্যু হয়েছে সিদ্ধার্থানের।
বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের সদস্যরা এবং অন্য সহপাঠীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।ছাত্র মৃত্যুর ঘটনায় শুরুতে তদন্ত চালাচ্ছিল কেরল পুলিশ। তাদের বক্তব্য, কলেজে সিনিয়র এবং সহপাঠীরা একটানা ২৯ ঘণ্টা অত্যাচার চালায় সিদ্ধার্থানের উপর।
এরপরই হস্টেলের ঘরে ঢুকে আত্মহত্যা করেন তিনি। অভিযুক্তদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা করেছিল পুলিশ। শনিবার সেই ফাইল সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে। সাব-ইন্সপেক্টর প্রশভ পি ভি বলেন, ‘শারীরিক ও মানসিক অত্যাচার হয়েছে পড়ুয়ার উপরে।’