বিশ্ব সমাচার, কাকদ্বীপ : সোশ্যাল মিডিয়ায় ও এসএমএসের আপত্তিকর বার্তা নিয়ে এলাকাবাসীকে সতর্ক করল সুন্দরবন পুলিস জেলা। এ বিষয়ে পুলিস জেলার পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুন্দরবন পুলিস জেলার যদি কোন বাসিন্দা সোশ্যাল মিডিয়ায় ও এসএমএসের মাধ্যমে কোন আপত্তিকর বার্তা পেয়ে থাকেন, তাহলে পুলিসের সঙ্গে যোগাযোগ করুন।
বিশেষত যে বার্তা গুলি নির্বাচনী আইন বা নির্বাচন কমিশনের অন্যান্য নির্দেশাবলীকে লঙ্ঘন করে অথবা নির্বাচনের ক্ষতি করে, এই রূপ বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিস প্রশাসনকে জানানোর ব্যাপারে এলাকাবাসীকে পরামর্শ দেওয়া হয়েছে। এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে,
অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় এবং যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আপত্তিকর বার্তা সহ প্রেরকের ফোন নাম্বার পুলিসকে জানাতে হবে। পুলিসকে এই বিষয়ে জানানোর জন্য একটি ফোন নাম্বারও (৯১৪৭৮৮৮১২৭) বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে। এবিষয়ে সুন্দরবন পুলিস জেলার পুলিস সুপার কোটেশ্বর রাও বলেন,
“১ জুন মথুরাপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন রয়েছে। নির্বাচন বিধি ভঙ্গের কোনো রূপ ঘটনা যাতে না ঘটে, তার আগে এলাকাবাসীকে এই বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে।”