চলতি আইপিএলের শুরু থেকেই ক্রিকেট সমর্থকদের নিশানায় হার্দিক পাণ্ডিয়া। যে মাঠে নামছেন সেখানেই ধিক্কার শুনতে হচ্ছে তাঁকে।এই আক্রমণ নিয়ে বহু প্রাক্তন তারকা তীব্র বিরোধিতা করেছেন এই হার্দিক-বিদ্বেষের।এবার তিনি পাশে পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়কেও।
প্রাক্তন ভারত অধিনায়ক এই মুহূর্তে দিল্লি ক্যাপিটালস দলের ডিরেক্টর। আজ তাঁর দলের বিরুদ্ধেই পরীক্ষায় নামবেন হার্দিক ব্রিগেড।তার আগে সৌরভ দর্শকদের আর্জি বলেন, “দর্শকদের হার্দিককে ধিক্কার জানানো উচিত নয়। এটা একেবারেই ঠিক নয়। রোহিত শর্মা আলাদা ক্লাসের ক্রিকেটার।
তাঁর পারফরম্যান্সই তাঁকে আলাদা উচ্চতায় নিয়ে গিয়েছে। কিন্তু এটা হার্দিকের দোষ নয় যে, তাঁকে মুম্বই থেকে অধিনায়ক করা হয়েছে।”