রবীন্দ্রনাথ সামন্ত, পাথরপ্রতিমা: শনিবার বিজেপির ৪৪ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হল পাথরপ্রতিমায়। এ প্রসঙ্গে বিজেপির পক্ষ থেকে পাথরপ্রতিমা বিধানসভার কনভেনর অসিতবরণ গিরি জানান, ব্লকে ১৫টি গ্রাম পঞ্চায়েতের প্রতিটি বুথে এই প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে।
আসন্ন লোকসভা নির্বাচনের আগে দলের এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সারাদেশের বিজেপি কর্মীদের সঙ্গে সঙ্গে পাথরপ্রতিমা ব্লকেও প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে। তিনি আরও বলেন, ১৯৮০ সালের ৬ এপ্রিল বিজেপির জন্ম। আজ ৪ দশক পেরিয়ে বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দলে পরিণত হয়েছে।
অটলবিহারী বাজপাইয়ের মতো একজন বলিষ্ঠ নেতা প্রধানমন্ত্রী হয়েছিলেন। পরে জাতীয় কংগ্রেসকে পরাজিত করে মোদীজি হয়েছেন প্রধানমন্ত্রী। আসন্ন লোকসভা নির্বাচনে মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি পুনরায় বিপুল ভোটে জয়ী হবেন বলে তিনি দাবি করেন।