আইএসএলে শনিবার পঞ্জাব এফসি-কে ১-০ গোলে হারিয়ে লিগ-শিল্ডের লড়াইয়ে নিজেদের বাঁচিয়ে রাখল মোহনবাগান। চেন্নাইয়িনের কাছে হারের পর আইএসএল লিগ-শিল্ড জয়ের স্বপ্ন ধাক্কা খেয়েছিল সবুজ-মেরুন শিবিরে। এদিন অবশ্য স্বমহিমায় ফিরল হাবাসের ছেলেরা।
দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে পাঞ্জাবকে ১-০ গোলে হারাল মোহনবাগান। দিমিত্রি পেত্রাতোসের একমাত্র গোলে লিগ-শিল্ড জেতার লড়াইয়ে এগিয়ে গেল তারা। এই জয়ে আইএসএলের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল মোহনবাগান। ২০ ম্যাচে তাদের পয়েন্ট ৪২। শীর্ষে থাকা মুম্বই সিটির সমসংখ্যক ম্যাচে পয়েন্ট ৪৪।