ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে নাম জড়িয়েছে তৃণমূল নেতদের। ২ তৃণমূল নেতাকে আটকও করা হয়েছে।শনিবার তৃণমূল নেতা বলাই মাইতিকে আটক করে মনোব্রত জানার বাড়িতে পৌঁছন তদন্তকারীরা। আর তারপরই হামলার মুখে পড়তে হয় কেন্দ্রীয় এজেন্সিকে। হাতে গাছের ডাল নিয়ে পথে নামেন মহিলারা।
যদিও মনোব্রত স্ত্রীর দাবি, “মারধর করা হয়েছে।” বলাই মাইতির স্ত্রী মনি জানা জানিয়েছেন, “ওরা এসে দরজায় ধাক্কা দিচ্ছে। বলছে খোলো। তোমার স্বামী কই? আমি বললাম উনি ঘরে নেই। গাড়ি করে চলে গিয়েছে। তারপরও দুজন মহিলা দরজায় ডান্ডা মারছে।
তারপরও দুজন মহিলা জোর করে ঢুকে কাপড় ছিড়ে ঘরের তালা ছিনিয়ে নিল। আমায় মারল। এরপর গোটা বাড়ি তল্লাশি করছে।” তবে এনআইএ আধিকারিকদের উপর হামলার ঘটনা অস্বীকার করছেন মনোব্রতর স্ত্রী। বলেছেন, “আমরা কিছুই করিনি।
মিথ্যে কথা বলছে। আমার ছেলেকে তুলে নিয়ে যাচ্ছিল বলে বিক্ষোভ দেখিয়েছি।মোবাইল কেড়ে নিয়েছে। ফোন না করতে পারলে কাউকে ডাকব কী করে? আর না ডাকলে কেউ আসবে কীভাবে? গাড়ি ভাঙা হয়নি।”