ভোটের মুখে হুগলির বিজেপি প্রার্থীর মুখে উঠে এল সিঙ্গুর ইস্যু। সিঙ্গুরে প্রচারে গিয়ে টাটা গোষ্ঠীকে ফিরিয়ে আনার ‘প্রতিশ্রুতি’ দেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন, “সিঙ্গুরের ক্ষেত্রে টাটারা এখনও একশো শতাংশ আগ্রহী। আমরা ক্ষমতায় এলে টাটাকে ফিরিয়ে নিয়ে আসব।”
রাজ্যের শাসকদলকে নিশানা করে লকেটের অভিযোগ, “পরিবেশগতভাবে বাংলায় শিল্পের পরিবেশ আছে। কিন্তু সিন্ডিকেটবাজি, তোলাবাজি এবং তৃণমূলের দুর্নীতির কারণে কোনও শিল্প আসতে পারছে না এ রাজ্যে। যুবকদের চাকরি নেই বলে তাঁরা পরিবার তৈরি করতে পারছেন না। এ কথা গ্রামের মহিলারাই জানাচ্ছেন।
আমরা চাই, সিঙ্গুরে শিল্প আসুক, ছেলেরা কাজ পাক, পরিবার তৈরি হোক এবং বাড়িতে মা লক্ষ্মী আসুক।” লকেটের মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, “পাঁচ বছর আগেও টাটাকে আনার কথা মনে পড়ল না। হঠাৎ ২০২৪ সালে এসে মনে পড়ল? রাতে মনে হয় স্বপ্ন দেখেছে টাটাকে নিয়ে।”