গাড়ির ধাক্কা মৃত্যু এক স্কুটি চালকের।ঘটনাটি ঘটেছে, নিউটাউন বিশ্ব বাংলা সরনির ইকোপার্ক দু নম্বর গেটের কাছে।মৃতের নাম বাপ্পা ঘোষ (৪৮)।স্থানীয় এবং পুলিশ সূত্রে খবর,শনিবার নিউটাউন বিশ্ব বাংলা সরনী ধরে ইকোপার্ক এক নম্বর গেট হয়ে আকাঙ্খা মোড়ের দিকে একটি স্কুটি যাচ্ছিলো।
সেই সময় পেছন থেকে একটি প্রাইভেট চার চাকা গাড়ি স্কুটির পেছনে ধাক্কা মারে বলে অভিযোগ। এরপর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ঘাতক গাড়িটিকে আটক করেছে নিউটাউন ট্রাফিক গার্ডের পুলিশ।