বিশ্ব সমাচার, পাথরপ্রতিমা : গাছ থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে পাথরপ্রতিমার পশ্চিম শ্রীপতিনগর এলাকায়। মৃত যুবকের নাম মদন চন্দ্র দাস (৪২)। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডাল কাটার জন্য মদন গাছে উঠেছিলেন। সেই সময় তিনি হঠাৎই গাছ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন।
সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিস গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। শনিবার ময়নাতদন্তের জন্য মৃতদেহটি কাকদ্বীপ মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।