Saturday, September 21, 2024
spot_img
spot_img
Homeদেশক্ষমতায় ফিরলেই বিজেপি আমলের সব দুর্নীতির তদন্ত হবে, হুঁশিয়ারি কংগ্রেসের

ক্ষমতায় ফিরলেই বিজেপি আমলের সব দুর্নীতির তদন্ত হবে, হুঁশিয়ারি কংগ্রেসের

কেন্দ্রে ক্ষমতায় এলে বিজেপি নেতৃত্বের সরকারের কার্যকালে নেওয়া নির্বাচনী বন্ড-সহ নোটবন্দি, পেগাসাস, রাফালে চুক্তির মতো সিদ্ধান্তগুলির তদন্ত করবে কংগ্রেস। দলের লোকসভা নির্বাচনের ইস্তাহার ‘ন্যায়পত্রে’ একথা জানানো হয়েছে। ৪৮ পাতার ইস্তেহারের ২৫ নম্বর পাতায় বলা হয়েছে, ‘গত দশ বছরে বিজেপি তথা এনডিএ সরকারের পক্ষ থেকে গৃহীত বেশ কিছু পদক্ষেপের বাস্তব হল দুর্নীতির উপর পর্দা দেওয়ার চেষ্টা।

ক্ষমতায় ফিরলেই বিজেপি আমলের সব দুর্নীতির তদন্ত হবে, হুঁশিয়ারি কংগ্রেসের

যেমন নোটবন্দি, রাফালে চুক্তি, পেগাসাস স্পাইওয়ার এবং নির্বাচনী বন্ড। কংগ্রেস এই সমস্ত সন্দেহজনক বিষয়ের তদন্ত করবে এবং সেই সমস্ত মানুষকে আইনের আওতায় নিয়ে আসবে যারা অনৈতিকভাবে অবৈধ সুবিধা লাভ করেছে।” গত কয়েক বছর ধরেই এই ইস্যুগুলি নিয়ে সরব রাহুল গান্ধী।

ক্ষমতায় ফিরলেই বিজেপি আমলের সব দুর্নীতির তদন্ত হবে, হুঁশিয়ারি কংগ্রেসের

নোট বাতিলের পর থেকেই এটিকে ভারতের অর্থনীতির জন্য বিরাট ধাক্কা হিসাবে বর্ণনা করে এসেছেন তিনি। ২০১৯ নির্বাচনে রাফালে যুদ্ধবিমানকেই মূল ইস্যু করেছিল কংগ্রেস। পেগাসাস নিয়েও দীর্ঘদিন আন্দোলন হয়েছে। কিন্তু কোনও আন্দোলনই কংগ্রেসের জন্য সেভাবে ফলপ্রসূ হয়নি। বরং আমজনতা এসব বিস্মৃত।

ক্ষমতায় ফিরলেই বিজেপি আমলের সব দুর্নীতির তদন্ত হবে, হুঁশিয়ারি কংগ্রেসের

ভোটের মুখে তাই কংগ্রেস এই ইস্যুগুলি ফের মনে করিয়ে দিতে চাইছে।ইস্তেহার প্রকাশের অনুষ্ঠানে নির্বাচনী বন্ড নিয়ে একযোগে সরব হয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং নেতা রাহুল গান্ধীও।

Html code here! Replace this with any non empty raw html code and that's it.

Most Popular

error: Content is protected !!