ছত্তিশগড়ে যৌথবাহিনীর গুলিতে মৃত্যু হল ১ মাওবাদীর।সম্প্রতি বিজাপুরে ১৩ মাওবাদীকে নিকেশ করা হয়েছে।শুক্রবার ফের যৌথবাহিনীর গুলিতে মৃত্যু হল আরও ১ জনের। পাশাপাশি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে ২ মাওবাদী। যৌথভাবে তাদের মাথার দাম ছিল ১৬ লক্ষ টাকা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দান্তেওয়াড়া ও বিজাপুর জেলার সীমান্তবর্তী জঙ্গলে মাওবাদীদের আস্তানার খবর পেয়ে অভিযানে নামে যৌথবাহিনী। বিপদ বুঝে এবং পিছু হঠবার জায়গা না পেয়ে নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় মাওবাদীরা।পুলিশের পালটা গুলিতে মৃত্যু হয় ১ মাওবাদীর।
ঘটনাস্থল থেকে অস্ত্রশস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের। পাশাপাশি ওই এলাকায় আরও মাওবাদী লুকিয়ে থাকতে পারে সন্দেহে গোটা এলাকা ঘিরে ফেলে চলে তল্লাশি।পাশাপাশি মাও-বিরোধী অভিযানে নেমে ছত্তিশগড়ের সুকমায় এদিন শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে আত্মসমর্পণ করে ২ মাওবাদী।
এরা হল কামলু প্রকাশ এবং মহিলা সদস্যা মারকম রীতা। যৌথভাবে পুলিশের তরফে এদের মাথার দাম ঘোষণা করা হয়েছিল ১৬ লক্ষ টাকা। এদের মধ্যে কামলু প্রকাশ আত্মসমর্পণের সময় তার ব্যবহৃত একটি একে-৪৭ পুলিশের হাতে তুলে দেয়। মারকম রীতার স্বামীও কিছুদিন আগেই আত্মসমর্পণ করেছে পুলিশের কাছে।