পানীয় জলের ট্যাঙ্কে ৩০ টি হনুমানের দেহ ভাসাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল তেলেঙ্গানার নালগোন্ডা জেলায়।কীভাবে একসঙ্গে এতগুলো হনুমানের মৃত্যু হল তা জানতে তদন্তে নেমেছে পুলিশ।জানা গিয়েছে, বুধবার নালগোন্ডার ১ নং ওয়ার্ডের বাসিন্দারা পানীয় জলের ট্যাঙ্ক থেকে দুর্গন্ধ পান। তার পর দেখা যায় ট্যাঙ্কে ভাসছে অনেক হনুমানের দেহ।
সংখ্যাটা নয় নয় করে অন্তত তিরিশ। যা দেখে চক্ষু চড়কগাছ হয়ে যায় বাসিন্দাদের। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে দেহগুলো উদ্ধার করে নিয়ে যায়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ট্যাঙ্কটির ধাকনা কোনওভাবে খোলা ছিল। সেখানে পড়ে গিয়েই আটকে যায় হনুমানগুলো।
মর্মান্তিক এই ঘটনায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।এদিকে গোটা ঘটনা নিয়ে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিকে তোপ দাগেন তেলেঙ্গানার প্রাক্তন মন্ত্রী তথা বিআরএসের বিধায়ক কেটি রামা রাও। ক্ষোভ উগরে তিনি লেখেন, ‘রেবন্ত রেড্ডির সরকার মানুষের স্বাস্থ্যের থেকেও রাজনীতিকে বেশি প্রাধান্য দিয়েছে।
তেলেঙ্গানার পৌর বিভাগের অবস্থা খুবই লজ্জাজনক। নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা হয় না। রক্ষণাবেক্ষণের দিকে নজর দেওয়া হয় না। সমস্ত প্রোটোকল অবহেলা করা হচ্ছে।’