রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণের মৃত্যু হল কমপক্ষে ৫ জনের, আহত ১০ জন। ঘটনাটি ঘটেছে, তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলার রাসায়নিক কারখানায়। বিস্ফোরণের পরেই বহুতল বাড়িটিতে দাউদাউ করে আগুন ধরে যায়। স্থানীয়দের দাবি, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কারখানার ম্যানেজারের।
বেশ কিছু ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা গিয়েছে জতুগৃহের মতো আগুনে পুড়ছে গোটা রাসয়নিক কারখানাটি। একটি ভিডিওতে দেখা গিয়েছে অগ্নিদগ্ধ মৃতদেহ। একটি সূত্রে দাবি, পাশে আরও একটি রাসায়নিক কারখানা রয়েছে। সেটিতেও বিস্ফোরণ হয়েছে।
স্থানীয়দের দাবি, দুর্ঘটনার সময় কারখানায় ভিতরে ৫০ জন কর্মী ছিলেন। পুলিশ ও দমকল কর্মীরা আহতদের উদ্ধার করে একাধিক হাসপাতালে ভর্তি করে। প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা বাড়তে পারে।