Friday, September 20, 2024
spot_img
spot_img
Homeজেলাযেদিন পেশিশক্তি থাকবে না, জাহাঙ্গির থাকবে না, সেদিন দেখে নেব, তৃণমূলকে হুমকি...

যেদিন পেশিশক্তি থাকবে না, জাহাঙ্গির থাকবে না, সেদিন দেখে নেব, তৃণমূলকে হুমকি বিজেপি প্রার্থীর

প্রদীপকুমার সিংহ, সোনারপুর: যেদিন পেশিশক্তি থাকবে না, যেদিন জাহাঙ্গির থাকবে না, সেদিন আমরাও দেখে নেব। পাশাপাশি নাম না করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়কেও একযোগে আক্রমণ করেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি।

যেদিন পেশিশক্তি থাকবে না, জাহাঙ্গির থাকবে না, সেদিন দেখে নেব, তৃণমূলকে হুমকি বিজেপি প্রার্থীর

তিনি বলেন, বিরোধীদের কৌশলগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। কোনও সময় পা ভাঙে, কোনও সময় মাথা ফাটে, একপ্রকার নাম না করে মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ করেন তিনি। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করেও তিনি বলেন, জোর গলায় বলছে, কেউ আমায় চ্যালেঞ্জ করতে পারছে না ডায়মন্ড হারবারে।

যেদিন পেশিশক্তি থাকবে না, জাহাঙ্গির থাকবে না, সেদিন দেখে নেব, তৃণমূলকে হুমকি বিজেপি প্রার্থীর

একটা লোকসভা কেন্দ্র। কেউ ঘুরেও তাকাচ্ছে না। একটা তো গেছে ভেতরে। গণতান্ত্রিকভাবে যেদিন জিতে আসবে, সেদিন আমরা দেখব। মঙ্গলবার রাতে সোনারপুরের কালীবাজার এলাকায় একটি পথসভায় যোগ দিয়ে এইসব মন্তব্য করতে দেখা যায় বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলিকে। তিনি কিছুক্ষণ পথসভায় বক্তব্য রাখার পর সোজা একটি বাজারে ঢুকে যান।

যেদিন পেশিশক্তি থাকবে না, জাহাঙ্গির থাকবে না, সেদিন দেখে নেব, তৃণমূলকে হুমকি বিজেপি প্রার্থীর

সেখানে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। তার মাঝেই ব্যবসায়ীদের মধ্যে থেকে উঠল ‘জয় শ্রীরাম’ স্লোগান। ব্যবসায়ীদের থেকে সাড়া পেয়ে অনেকটাই আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী। তিনি বলেন, লোকসভা নির্বাচনে যাদবপুরে মানুষ বিজেপিকেই ভরসা করবে।

Html code here! Replace this with any non empty raw html code and that's it.

Most Popular

error: Content is protected !!