বুধবার বাংলার বুথস্তরের কর্মীদের সঙ্গে ভারচুয়ালি কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।জানান, বাংলার বিজেপি কর্মীদের পরিশ্রমের জন্যই মানুষ বিজেপির ওপর ভরসা করছে। কিন্তু প্রতিটা নির্বাচনে তৃণমূল হিংসা করে বিজেপিকে আটকানোর চেষ্টা করছে।
আশা করছি, বুথস্তরের কর্মীরা যেভাবে ঘরে ঘরে গিয়ে কেন্দ্রীয় প্রকল্প ও মোদির গ্যারান্টি নিয়ে সাধারণ মানুষকে বোঝাচ্ছেন তাতে আমার বিশ্বাস এবার আরও বেশি আসনে বাংলায় জয় পাবে বিজেপি।
পাশাপাশি যারা চাকরির জন্য ঘুষ দিয়েছেন তাঁরা উপযুক্ত প্রমাণ দিলে তাঁদের টাকা ফেরৎ দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন বলে সূত্রের খবর। যদিও এই নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল।