বেআইনি নির্মাণের বিরুদ্ধে ফের কড়া নির্দেশ কলকাতা হাইকোর্ট।বিধাননগরের ৩৫ নম্বর ওয়ার্ডের বেআইনি আবাসনে অবিলম্বে জল ও বিদ্যুৎ বন্ধ করার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। তাঁর পর্যবেক্ষণ, “গার্ডেনরিচের দুর্ঘটনার পরে বেআইনি নির্মাণের ক্ষেত্রে আমাদের আরও কড়া হতে হবে।”
বিচারপতির নির্দেশ, আগামী ৩০ দিনের মধ্যে আবাসন খালি করতে হবে। তার পর পুরসভা বাড়ি ভাঙার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করবে। ওই দুই নির্মাতার বিরুদ্ধেও প্রয়োজনীয় পদক্ষেপ করবে পুরসভা। দুই নির্মাতার সম্পত্তির খতিয়ান হলফনামার মাধ্যমে জমা দিতে হবে।
১২ এপ্রিলের মধ্যে হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে ১ কোটি টাকা জমা দিতে হবে দুই নির্মাতাকে। আদালতের অনুমতি ছাড়া দুই নির্মাতা কোনও সম্পত্তি কেনাবেচা বা হস্তান্তর করতে পারবেন না। আগামী ১৬ এপ্রিল মামলার পরবর্তী শুনানি।