অরুণাচলের ৩০ টি জায়গার নাম ইতিমধ্যেই ঘোষণা করেছে চিন।চিনের জিনপিং প্রশাসনের এই পদক্ষেপে ক্ষোভপ্রকাশ করেছে নয়াদিল্লি। কিন্তু কেন্দ্রের শাসকদলের অস্বস্তি কমছে না। শেষে বিজেপির অন্দরেই চিনকে যোগ্য জবাব দেওয়ার দাবি ওঠা শুরু করেছে।অসমের মুখ্যমন্ত্রী তথা বিজেপির প্রথম সারির নেতা হিমন্ত বিশ্বশর্মা বলছেন, “আমি ভারত সরকারকে অনুরোধ করব,
চিনের দখলে থাকা তিব্বতের ৬০টি এলাকার নাম বদলে দেওয়া হোক। জানি এটা ভারত সরকারের নীতিগত বিষয়। এ নিয়ে বেশি কিছু বলব না। তবে চিনকে যোগ্য জবাব দেওয়া উচিত।” হিমন্তর সাফ কথা, চিন যদি আমাদের ৩০টি এলাকার নাম বদলে দিয়ে থাকে তাহলে আমাদের উচিত ওদের ৬০টি জায়গার নাম বদলে দেওয়া।
ভারতের বিদেশমন্ত্রকের পক্ষ থেকে ইতিমধ্যেই চিনের এই নামকরণের তীব্র বিরোধীতা করা হয়েছে। ভারত জানিয়ে দিয়েছে, অরুণাচল ভারতের ছিল, আছে, থাকবে। বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, যদি অন্য কারও বাড়িতে নিজের নাম বসানো হয় তবে সেটি কখনই তাঁর হয়ে যায় না।
অরুণাচল নিয়ে চিন যা করেছে তা অর্থহীন।কিন্তু তাতেও বিরোধীরা তোপ দাগতে ছাড়ছে না। সেই চাপের মুখেই এবার ব্যবস্থা নেওয়ার দাবি জানাল হিমন্ত।