বর্তমানে দক্ষিণবঙ্গের একাধিক জেলা পুড়ছে তীব্র দাবদাহে। মেদিনীপুরে বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি। একই ছবি বাঁকুড়া, পুরুলিয়ার ক্ষেত্রেও। মোটের উপর পশ্চিমের সব জেলাতেই হু হু করে চড়ছে তাপমাত্রা। গত তিনদিন ধরে জেলার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির আশপাশে।প্রভাব পড়ছে মানুষের জীবন ও জীবিকায়।
গরমে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। যাত্রীবাহী বাস থেকে টোটো সর্বত্রই যাত্রী সংখ্যা হাতে গোনা।গরমের তীব্রতায় দক্ষিণবঙ্গ জুড়ে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।। সপ্তাহের শেষে তাপপ্রবাহের দাপট আরও বাড়বে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
শনি-রবি রাজ্যের ১০ জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে।আবহাওয়া দফতর সূত্রে খবর, ৪২ ডিগ্রিতেও পৌঁছতে পারে বাঁকুড়া-পুরুলিয়ার পারদ। শুক্রবার ৩৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে কলকাতার তাপমাত্রা। তবে এরই মধ্যে রয়েছে বৃষ্টির পূর্বাভাস।
রবিবার গোটা রাজ্যেই থাকছে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা।বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলি।আগামী সপ্তাহের শুরুতেই গরম কমতে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।