লোকসভা ভোটের আগে বাংলার চার বিজেপি নেতার জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করল কেন্দ্রের বিজেপি সরকার। এই চার বিজেপি নেতা হলেন— কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংহ,
বিজেপির কোচবিহারের জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মণ এবং কোচবিহারের বিজেপির এগ্জিকিউটিভ সদস্য তাপস দাস। এদের মধ্যে সর্বোচ্চ নিরাপত্তা পাচ্ছেন অর্জুন সিং। তাঁকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে। এই জেড ক্যাটেগরির নিরাপত্তায় কমান্ডো এবং পুলিশ অফিসার মিলিয়ে মোট ২২ জন থাকেন দায়িত্বে।
অভিজিৎ গঙ্গোপাধ্যায় পেয়েছেন ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা।অভিজিৎ বর্মন ও কোচবিহারের বিজেপির কার্যনিবাহী সদস্য তাপস দাসকে দেওয়া হয়েছে এক্স ক্যাটাগরির নিরাপত্তা।