ইদের জন্য় বদলে ফেলা হল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার রুটিন। ইদ উল ফিতর ও আসন্ন লোকসভা ভোটের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের সব শাখার স্নাতক স্তরের পরীক্ষার রুটিনের কিছুটা বদল করা হয়েছে। নয়া রুটিনে বলা হয়েছে, ১৩,১৮,১৯ ও ২০ এপ্রিলের যে পরীক্ষা ছিল সেটা পিছিয়ে দেওয়া হচ্ছে।
এনিয়ে সংশোধিত সূচি প্রকাশ করা হয়েছে। সেই সংশোধিত সূচি অনুসারে দেখা যাচ্ছে এবার সেই পরীক্ষাগুলি হবে ২৩, ২৪, ২৯ ও ৩০ এপ্রিল।পরীক্ষার রুটিনে অন্য় যে তারিখগুলি রয়েছে সেগুলি অপরিবর্তিত থাকবে। এর কোনও বদল হচ্ছে না।