নিয়োগ দুর্নীতি মামলায় এ বার ইডির হাতে গ্রেফতার শান্তিপ্রসাদ সিন্হা।নবম-দশমের শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে ২০২২ সালের ১০ অগস্ট শান্তিপ্রসাদকে গ্রেফতার করেছিল সিবিআই। পরে ৯ সেপ্টেম্বর আবার তাঁকে সিবিআই হেফাজতে নেয়। তার পর থেকে নিজাম প্যালেসেই ছিলেন শান্তিপ্রসাদ। ২০২২ সালের ২২ সেপ্টেম্বর তাঁকে জেল হেফাজতে পাঠায় আদালত।
এর পর থেকে তিনি জেলবন্দিই ছিলেন।বুধবার নিয়োগ মামলায় শান্তিপ্রসাদকে কলকাতার ইডির বিশেষ আদালত হাজির করানো হয়। আদালতে শুনানি চলাকালীন শান্তিপ্রসাদকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও ইডির আবেদনের বিরোধিতা করে শান্তিপ্রসাদের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত আদালতে জানান,
একই অভিযোগে সিবিআই ইতিমধ্যেই তাঁর মক্কেলকে গ্রেফতার করেছে। সেই মামলার চার্জশিটও জমা পড়েছে। এখন তা হলে ইডি কেন নতুন করে শান্তিপ্রসাদকে নিজেদের হেফাজতে চাইছে? এর পরেই ইডির বিশেষ আদালতের বিচারক ইডির আইনজীবীর কাছে জানতে চান, শান্তিপ্রসাদকে হেফাজতে রাখা ঠিক কি না। কেন ইডি শান্তিপ্রসাদকে হেফাজতে চাইছে, তা-ও জানতে চান বিচারক।
উত্তরে ইডি জানিয়েছে, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কোনও আর্থিক তছরুপ হয়েছে কি না এবং তা কী ভাবে হয়েছে, তা জানতে শান্তিপ্রসাদকে জেরার প্রয়োজন। এর পরেই শান্তিপ্রসাদকে ইডি হেফাজতে রাখার নির্দেশ দেন বিশেষ আদালতের বিচারক। সোমবার এই মামলার পরবর্তী শুনানি।আপাতত সোমবার পর্যন্ত ইডি হেফাজতেই থাকবেন শান্তিপ্রসাদ।