অনুব্রত মণ্ডলের জেলায় এসে তাঁর গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার বীরভূমের জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক বলেন,
‘‘অনুব্রতই যদি আজ বিজেপিতে চলে যেতেন, ধোয়া তুলসীপাতা হয়ে যেতেন। বিজেপিতে যাননি, তাই জেল খাটছেন।’’ মামলার গতিপ্রকৃতি এবং অনুব্রতের গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলে অভিষেক বলেন, ‘‘যে ভাবে অজিত পওয়ার, শুভেন্দু অধিকারী, হিমন্ত বিশ্বশর্মা, নারায়ণ রানে বিজেপিতে গিয়েছেন, অনুব্রতও বিজেপিতে গেলে ধোয়া তুলসীপাতা হয়ে যেতেন।’’
তিনি আরও বলেন, ‘‘অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে গরু পাচার মামলায়। কিন্তু ১০ দিন আগেই উত্তরপ্রদেশ, বিহার থেকে গরু নিয়ে আসা হচ্ছিল (বেআইনি ভাবে) মেমারিতে (পূর্ব বর্ধমানে)। পশ্চিমবঙ্গ পুলিশ ধরেছে।’’ তার পর গরু পাচার মামলা নিয়ে প্রশ্ন তুলে অভিষেকের কটাক্ষ করে বলেছেন, তৃণমূলের কোনও প্রতিনিধি বিহারে বা উত্তরপ্রদেশে নেই।
কিন্তু সেই রাজ্যগুলিতেও গরু পাচার হয়ে বাংলায় ঢুকছে। তিনি বলেন, ‘‘১৪ মাস-১৮ মাস অনুব্রত জেলে। তার পরেও উত্তরপ্রদেশ বিহার থেকে গরু পাচার হয়ে আসছে। ক’টা সমন পাঠিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে ক’বার সমন পাঠানো হয়েছে?’’ জানা গিয়েছে, এদিন দলের জেলা নেতৃত্বকে অভিষেক বলেছেন,
‘বীরভূমে লোকসভা ও বিধানসভায় তৃণমূলের ভাল ফল হয়েছে। সেই ফল ধরে রাখতে হবে। যাঁরা যে দায়িত্বে আছেন, তাঁদের সেটা পালন করতে হবে। ভাল রেজাল্ট চাই। ব্লক ও বুথের নেতারা বেশি করে মানুষের কাছে যান। আপনাদের দায়িত্ব বেশি এই ভোটে।’