১০০ দিনের কাজের টাকা নিয়ে নয়ছয়ের অভিযোগ। উত্তর ২৪ পরগনার গাইঘাটার ব্লক অফিসে গ্রামবাসীদের অভিযোগ পেয়ে দুজনকে গ্রেপ্তার করল পুলিশ। গাইঘাটার সুটিয়া পঞ্চায়েত এলাকার বাসিন্দারা জানাচ্ছেন, তাঁরা একমাস ১০০ দিনের কাজ করেছিলেন।
কেন্দ্র এতদিন সেই টাকা না দেওয়ায় রাজ্য সরকারই সেই টাকা তাঁদের অ্যাকাউন্টে দিচ্ছে। সম্প্রতি রাজ্যের টাকা মিলেছে ১০০ দিনের শ্রমিকদের। কিন্তু অভিযোগ, সুপারভাইজার বিভিন্ন অ্যাকাউন্টে বিভিন্ন অঙ্কের টাকা জমা দিয়েছেন। তাঁদের দাবি, প্রাপ্য টাকা সমহারে বণ্টন করে দিতে হবে।
কিন্তু সুপারভাইজার তাতে রাজি না হওয়ায় তাঁর বিরুদ্ধে টাকা নয়ছয়ের অভিযোগ করেছেন গ্রামবাসীরা।বনগাঁ থানার পুলিশ সূত্রে খবর, ধৃত প্রসেনজিৎ ঘোষ ও রূপালি মণ্ডল নাকি সই জাল করে আর্থিক নয়ছয় করেছেন। দুজনেই গাইঘাটার বাসিন্দা।