এবার রাহুল গান্ধীর বিরুদ্ধে কমিশনে নালিশ জানাল বিজেপি।নালিশের পাশাপাশি তাঁর বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়ার আর্জিও জানানো হয়েছে।সোমবার কমিশনকে বিজেপির তরফে জানানো হয়, রাহুল গান্ধী জানিয়েছিলেন, ইভিএম ছাড়া ওদের ভোটে জেতা সম্ভব নয়। এহেন মন্তব্য করে দেশের নির্বাচন ব্যবস্থা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।
বিজেপির বিরুদ্ধে রিগিংয়ের অভিযোগ তুলে রাহুল বলেছিলেন, ‘ম্যাচ ফিক্সিং’ করছে বিজেপি।এমন মন্তব্যকে ‘আপত্তিকর’ আখ্যা দিয়ে তাঁর বিরুদ্ধে কড়া ব্য়বস্থা নেওয়ার আবেদন জানিয়েছে বিজেপি।কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী এবং সাধারণ সম্পাদক অরুণ সিং কমিশনকে জানায়,
“এমন মন্তব্য করে রাহুল শুধু আদর্শ আচরণ বিধিই লঙ্ঘন করেননি, জনমানসে এর তীব্র প্রভাব পড়তে পারে। রাহুল এও দাবি করেছেন যে কমিশনে নিজেদের লোক রেখেছে বিজেপি। ইভিএমের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন। বিজেপি জিতলে নাকি সংবিধানই বাতিল করে দেওয়া হবে।”