রফিকুল ঢালি, কুলতলি: মায়ের গলায় কাটারির কোপ মারল ছেলে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন মা। ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন বাবা। অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে কুলতলি থানার পুলিশ। সোমবার ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।
জানা গিয়েছে, কুলতলি থানা এলাকার নলগড়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মরিয়ম লস্কর ও স্বামী রুহুল্লা লস্করের ছেলে মোকাররম লস্কর কর্মসূত্রে বাইরে থাকে। মোকাররমের স্ত্রী ও সন্তানরা একসঙ্গে থাকে। মোকাররমের স্ত্রী তাঁর সন্তানদের মারলে তাতে বাধা দেন মোকাররমের মা ও ঠাকুমা। শাশুড়ি ও ঠাকুমার বিরুদ্ধে মোকারমকে বলে তাঁর স্ত্রী।
এরপর বাজার থেকে ধারালো অস্ত্র কিনে নিয়ে বাড়িতে আসে মোকাররম। প্রথমে ঠাকুমার উপর হামলা চালায়। তারপর মায়ের উদ্দেশে গালাগালি করতে থাকেন। এই ঘটনায় মা চুপ করতে বললে ধারালো অস্ত্র দিয়ে মায়ের উপর হামলা চালান। রাগের মাথায় এই কাজ করেছে বলে পুলিশের কাছে স্বীকার করেছেন অভিযুক্ত।
সংবাদমাধ্যমের সামনে মোকাররম জানান, বাড়িতে পারিবারিক অশান্তি চলছিল। মা তাঁদের সংসারে টিকতে দিচ্ছিলেন না। সেই জন্য এই হামলা। ঘটনার তদন্ত শুরু করেছে কুলতলি থানার পুলিশ।