‘নির্বোধের মতো’ শ্রীলঙ্কাকে ‘ভারতীয় ভুখণ্ড’ উপহার দিয়েছিল ইন্দিরা গান্ধীর কংগ্রেস সরকার।রবিবার কংগ্রেসের বিরুদ্ধে এমনই অভিযোগ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার ভারত- শ্রীলঙ্কা জল সীমানায় সেই কাচ্চাতিভু দ্বীপ নিয়ে কংগ্রেসকে একহাত নিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।কংগ্রেসের কড়া সমালোচনা করে তিনি বলেন, ,’পণ্ডিত নেহরুর কাছে,
এটি ছিল শুধুই একটি ছোট্ট দ্বীপ, যার কোনও গুরুত্ব ছিল না। তিনি এটিকে শুধুমাত্র একটি ঝামেলার মতো করেই দেখেছিলেন। তাই তিনি চেয়েছিলেন, যত তাড়াতাড়ি এটাকে ছেড়ে দেওয়া যায়, ততই ভাল। আর এই দৃষ্টিভঙ্গিটা ইন্দিরা গান্ধীর মধ্যেও দেখা গিয়েছিল।’ বিদেশমন্ত্রী এরপর আরও বলেন, ‘শোনা যায়,
তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জাতীয় কংগ্রেসের এক বৈঠকে এও বলেছিলেন, যে এটি একটি ছোট্ট জমি। তাই এটা শুধু একজন প্রধানমন্ত্রীর ক্ষেত্রে নয়, কাচ্চাতিভু নিয়ে এই ধরনের মন মানসিকতা কংগ্রেসের এক ঐতিহাসিক মনোভাব হয়ে গিয়েছিল।’