রেলযাত্রীদের আরও বেশি সুবিধা দেওয়ার জন্য চালু হল টিকিট কাটার নতুন নিয়ম।ইউপিআই পেমেন্টের মাধ্য়মে এবার থেকে টিকিট কাটা যাবে। ফলে যাত্রীদের টিকিট কাটতে আর কোনও অসুবিধা হবে না।কিউ আর কোডের মাধ্যমেও টিকিট কাটা যাবে, ইউপিআই-এর মাধ্যমেও কাটা যাবে।
ব্যবহার করা যাবে পেটিএম, গুগল পে, ফোন পে-র মতো মাধ্যমগুলি। যাঁরা দীর্ঘক্ষণ ধরে টিকিট কাউন্টারে লাইন দিয়ে টিকিট কাটেন, সেই যাত্রীদের জন্য এটা অত্যন্ত স্বস্তির খবর। এই পদ্ধতিতে পকেটে নগদ টাকা না থাকলেও চলবে। থাকবে না খুচরো সংক্রান্ত কোনও সমস্যাও। পাশাপাশি টিকিট ব্যবস্থায় স্বচ্ছতা থাকবে বলেও মনে করছে রেল।