লোকসভা নির্বাচনে প্রার্থী হতে চান না কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।লোকসভার লড়াই থেকে নিজেকে সরিয়ে নিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।দেশের অর্থমন্ত্রী বলছেন, লোকসভার লড়াইয়ে নামতে হলে বহুরকম সমীকরণ মাথায় রাখতে হয়।
জাত, ধর্ম, সম্প্রদায়, এত জটিলতায় তিনি যেতে চান না। তাছাড়া লোকসভায় লড়াই করার মতো অর্থবলও তাঁর নেই।তিনি বলেছেন, “আমার বেতন এবং সঞ্চয় অল্প। সেটা দেশের অর্থ নয়।”