বিশ্ব সমাচার, কাকদ্বীপ : মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিরোধী নেতৃত্বেদের এখন মূল আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে, “প্রার্থীর প্রচার করব দেওয়াল কই!” বর্তমান এই লোকসভা কেন্দ্রের প্রতিটি অঞ্চলে গেলেই দেখা যাচ্ছে, দেওয়াল জুড়ে বড় বড় অক্ষরে লেখা রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর নাম। বহু এলাকায় আবার দেওয়াল জুড়ে সাদা রং করার কাজ চলছে।
সাদা রং শুকিয়ে গেলেই দেওয়ালে লেখা হবে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর নাম। কিন্তু এই লোকসভা কেন্দ্রে বিরোধীদের এখনও পর্যন্ত প্রচারের কোন নিশানাই পাওয়া যায়নি। কারণ মথুরাপুর লোকসভা কেন্দ্রে এখনও পর্যন্ত কোনো বিরোধী রাজনৈতিক দল, তাদের প্রার্থীর নামই ঘোষণা করতে পারেনি।
তাই স্বাভাবিকভাবেই এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদার প্রচারের দিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছে।১০ মার্চ তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সভায় মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে বাপি হালদারের নাম ঘোষণা করা হয়। এদিন সন্ধ্যা থেকেই তিনি নির্বাচনের প্রচার শুরু করে দেন।
সন্ধ্যায় কাকদ্বীপ বিধানসভায় কর্মীদের সঙ্গে বৈঠকের পর, রাতেই গঙ্গাসাগরে গিয়ে কপিল মুনির মন্দিরে পুজো দেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, মাত্র ছয় দিনেই মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভাতে গিয়েই তিনি প্রচার সেরে ফেলেছেন। অথচ এই লোকসভা কেন্দ্রে এখনও পর্যন্ত বিরোধীদের কোন দেখাই নেই।
আইএসএফের নেতৃত্বরা জানিয়েছেন, এই কেন্দ্র থেকে তাঁদের প্রার্থী দাঁড়াতে পারেন। তবে এখনও পর্যন্ত প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। অন্যদিকে বিজেপির প্রার্থী নিয়ে চাপে রয়েছেন স্থানীয় নেতৃত্বরা। কারণ এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে চারটি নাম ঘোরাফেরা করলেও, কাকে টিকিট দেওয়া হবে তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।
আর তাই ফাঁকা ময়দানেই জোর কদমে প্রচার করে চলেছেন তৃণমূলের প্রার্থী বাপি হালদার।শনিবার সকালে আবারও তিনি গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরে পূজো দিয়ে প্রচার শুরু করেন। সাগরের বিভিন্ন এলাকায় গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথাও বলেন। দুপুরে রুদ্রনগরে তৃণমূলের কর্মীদের সঙ্গে মাটিতে বসে মধ্যাহ্ন ভোজ সারেন।