দেশীয় প্রযুক্তিতে তৈরি অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ।৫ হাজার কিমি দূরের লক্ষ্যবস্তুতে নির্ভূল ভাবে আঘাত করবে এই মিশাইল। সামরিক শক্তি আরও বাড়ল ভারতের। অগ্নি-৫-এর সফল উৎক্ষেপণের পরেই এক্স হ্যান্ডেলে ডিআরডিও-র ভূয়সী প্রশংসা করে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে মোদী লেখেন, “মিশন দিব্যাস্ত্রের জন্য ডিআরডিও-র বিজ্ঞানীদের ধন্যবাদ। আমরা গর্বিত।”