Monday, April 15, 2024
spot_img
Homeজেলাপাথরপ্রতিমায় এসইউসির মিছিল

পাথরপ্রতিমায় এসইউসির মিছিল

রবীন্দ্রনাথ সামন্ত, পাথরপ্রতিমা: বুধবার পাথরপ্রতিমা বাজারে এসইউসিআই দলের পক্ষ থেকে গণবিক্ষোভ এবং মিছিল করা হয়। কেন্দ্র এবং রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে অসংখ্য এসইউসিআই কর্মী-সমর্থকরা মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলে নেতৃত্ব দেন দলের কাকদ্বীপ সাংগঠনিক জেলার সম্পাদক সুজিত পাত্র।

পাথরপ্রতিমায় এসইউসির মিছিল

সন্দেশখালির মা-বোনেদের নির্মম অত্যাচার করা হয়েছে। রাজ্য সরকারের পুলিশ নিষ্ক্রিয় ছিল। ফলে দুষ্কৃতীরা মা-বোনেদের উপর অত্যাচার করতে পেরেছিল। এর প্রতিবাদে মিছিল করা হয়েছে বলে জানান সুজিত বাবুল। এছাড়া কেন্দ্র এবং রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধেও এই প্রতিবাদ মিছিল করা হয় বলে তিনি জানান।

Most Popular