বান্টি মুখার্জি, বাসন্তী: প্রায় দু’বছর ১০০ দিনের কাজের উপভোক্তারা তাঁদের প্রাপ্য মজুরির টাকা পাচ্ছেন না। বকেয়া টাকার দাবিতে রাজ্য সরকার একাধিকবার কেন্দ্রের দ্বারস্থ হলেও ফল মেলেনি। আন্দোলনও চলে। প্রাপ্য মজুরি না পেয়ে অসহায় হয়ে পড়েন ১০০ দিনের কাজের উপভোক্তারা। কাজও হারান।
শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, ১০০ দিনের কাজের উপভোক্তাদের কেন্দ্র বঞ্চনা করলেও তাঁদের পাশে রাজ্য সরকার রয়েছে। কেন্দ্র বকেয়া টাকা না দিলেও রাজ্য সরকার নিজের কোষাগার থেকে বকেয়া টাকা উপভোক্তাদের দেবে। সেই মতো রাজ্যের প্রতিটি ব্লকে তোড়জোড় শুরু হয়।
প্রত্যন্ত সুন্দরবনের বাসন্তী ব্লকে রয়েছে ১৩টি গ্রাম পঞ্চায়েত। সেগুলির মোট ২৪ হাজার ১৭৪ জন উপভোক্তা রয়েছেন। তাঁরা ১০০ দিনের কাজ করে প্রাপ্য মজুরি থেকে বঞ্চিত রয়েছেন। ইতিমধ্যে বাসন্তী ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের তত্ত্বাবধানে বঞ্চিতদের নাম নথিভুক্ত করা হয়েছে। তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে মজুরির টাকা।
বাসন্তী ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জীব সরকার জানিয়েছেন, বাসন্তী ব্লকের ১৩টি গ্রাম পঞ্চায়েতের ২৪ হাজার ১৭৪ জন উপভোক্তার প্রাপ্য মজুরি ১২ কোটি ৮ লক্ষ ৬ হাজার ৮৯৩ টাকা।