বিশ্ব সমাচার, ক্যানিং: আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের তালদি এলাকায়। ধৃতের নাম নাজিম সরদার। ধৃতের কাছ থেকে একটি দেশি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে ক্যানিং থানার পুলিশ গোপন সূত্রে খবর পায়, তালদি বয়ার সিং এলাকার উষা ইটভাটার কাছে এক যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে।
ক্যানিং মহকুমা পুলিশ আধিকারিক রামকুমার মণ্ডলের তৎপরতায় ক্যানিং থানার আইসি সৌগত ঘোষের নির্দেশে এসআই ইজাজ আহমেদ বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে হাজির হয়। গভীর রাতের অন্ধকারে সেখানে চিরুনি তল্লাশি অভিযান চালিয়ে ওই যুবককে পাকড়াও করা হয়। ধৃতের কাছ থেকে একটি দেশি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে।
ক্যানিং মহকুমা পুলিশ আধিকারিক রামকুমার মণ্ডল জানিয়েছেন, নাজিম সরদার নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বিগত দিনে ধৃতের বিরুদ্ধে একাধিক দুষ্কর্মের অভিযোগ রয়েছে। ধৃত যুবক কোথা থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল এবং কী উদ্দেশ্য ছিল, ঘটনায় আর কে বা কারা যুক্ত রয়েছে, সে বিষয়ে ধৃতকে জিঞ্জাসাবাদ করে তদন্ত শুরু হয়েছে।