ভয়াবহ রেলদুর্ঘটনা ঝাড়খণ্ডে। জামতারা স্টেশনের কাছে অন্তত ১২ জনকে পিষে দিল ট্রেন। সূত্রের খবর, বুধবার ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের জামতারার কলঝারিয়া স্টেশনের কাছে। স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার সুত্রপাত নাকি একটি গুজবকে কেন্দ্র করে।
এদিন উলটো দিক থেকে আসা অঙ্গ এক্সপ্রেসে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ে। ভয়ে হুড়োহুড়ি পড়ে যায় ওই ট্রেনের যাত্রীদের মধ্যে। আগুনের হাত থেকে রক্ষা পেতে অনেকেই ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়েন।
সেই সময় পাশের লাইনে চলে আসে ঝাঁঝা-আসানসোল এক্সপ্রেস। তখনই ওই যাত্রীদের পিষে দেয় ট্রেনটি। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও অ্যাম্বুলেন্স। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা।