স্টাফ রিপোর্টার: সন্দেশখালিতে রাতে মিটিং নিয়ে একাধিক অভিযোগ করেছিলেন মহিলারা৷ আর সেই অভিযোগ নিয়েই এ বার মুখ খুললেন সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো৷সন্দেশখালিতে মহিলাদের অভিযোগ ছিল ভুরি ভুরি৷ আর সেই অভিযোগ নিয়ে তাঁরা সংবাদমাধ্যমের সামনে সরবও হয়েছিলেন একাধিকবার৷
সেই বিস্ফোরক অভিযোগ নিয়ে চর্চা ছড়িয়ে পড়েছিল দেশজুড়ে৷ সন্দেশখালি অপেক্ষাকৃত শান্ত হওয়ার পর বৃহস্পতিবার এলাকায় এলাকায় মানুষের অভাব, অভিযোগ শুনতে উপস্থিত হয়েছিলেন বিধায়ক সুকুমার মাহাতো৷বিধায়ককে হাতের সামনে পেয়ে মহিলারা এদিন তাঁদের অভিযোগ জানাতে শুরু করেন৷
তাঁরা বলেন, ‘রাত বিরেতে মহিলাদের মিটিংয়ে ডাকা হত৷ না গেলে তাঁদের হুমকি দেওয়া হত৷’ তখন বিধায়ক বলেন, ‘আমাকে এখন দল দায়িত্ব দিয়েছে পরিস্থিতি ঘুরে দেখার, সাধারণ মানুষের সঙ্গে কথা বলার৷ আপনারা যে অভিযোগ জানিয়েছেন,
তার ভিত্তিতে বলছি, এর পর থেকে যা মিটিং হবে, বিকেলের মধ্যে শেষ করতে হবে৷ খুব বেশি হলে সন্ধ্যা সাতটার মধ্যে মিটিং শেষ করতে হবে৷’