Tuesday, April 16, 2024
spot_img
Homeজেলাদেহদান কর্মসূচি বারুইপুরে

দেহদান কর্মসূচি বারুইপুরে

বিশ্ব সমাচার, বারুইপুর : অনেক সময় মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে যায়।প্রতিস্থাপনের অভাবে অনেক সময় অনেক মানুষই মারা যায়। সেই কথা মাথায় রেখে রবিবার দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার ফুলতলার সমাজকল্যাণ উন্নয়নের পক্ষ থেকে দেহ দান সচেতনতার জন্য একটি কর্মসূচি পালন করা হয়।

দেহদান কর্মসূচি বারুইপুরে

এবিষয়ে সমাজ কল্যাণ উন্নয়নের ডিরেক্টর কল্লোল ঘোষ বলেন, এটি একটি সামাজিক প্রতিষ্ঠান। এই ধরনের অনুষ্ঠান বারুইপুরে প্রথম করা হল। এই কর্মসূচিতে মহিলা ও পুরুষ মিলিয়ে প্রায় ২৫ জন দেহ দান করেন।

Most Popular