Monday, February 26, 2024
Homeরাজ্যপিকনিক সেরে ফেরার পথে নৌকাডুবি, মৃত ১, নিখোঁজ ৪

পিকনিক সেরে ফেরার পথে নৌকাডুবি, মৃত ১, নিখোঁজ ৪

স্টাফ রিপোর্টার: পিকনিক সেরে ফেরার পথে রূপনারায়ণে নৌকাডুবিতে মৃত্যু হল ১ জনের। নিখোঁজ এখনও ৪ জন।জানা গিয়েছে, বৃহস্পতিবার হাওড়ার লিলুয়া থানার অন্তর্গত বেলগাছিয়া থেকে কয়েকটি পরিবাবারের ১৪ জন সদস্য নৌকায় করে পিকনিক করতে গিয়েছিল

পিকনিক সেরে ফেরার পথে নৌকাডুবি, মৃত ১, নিখোঁজ ৪

চড়ুইভাতি শেষে তাঁরা যখন ফিরছিল তখনই আচমকা নৌকা একদিকে কাত হয়ে যায়। এর পরই যাত্রীদের নিয়ে ডুবে যায় নৌকাটি। সকলেই নদীতে পড়ে যান।তখনই ১৪ জনের মধ্যে পাঁচ জন নিখোঁজ ছিলেন।

পিকনিক সেরে ফেরার পথে নৌকাডুবি, মৃত ১, নিখোঁজ ৪

তবে শুক্রবার সকালে সুনন্দা ঘোষ নামে এক মহিলার দেহ উদ্ধার হয়েছে। তবে পত্রিকাটি মুদ্রণে যাওয়া পর্যন্ত এক শিশু-সহ চার জন নিখোঁজ রয়েছে। তাঁদের খোঁজে পুলিশ রূপনারায়ণে তল্লাশি চালাচ্ছে।

Most Popular

error: Content is protected !!