বিশ্ব সমাচার, বারুইপুর: পারিবারিক অশান্তির জায়গায় এক শিক্ষিকা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। নাম রেজিনা খাতুন (২৮)। বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর খোদার বাজার এলাকায়। পরিবার সূত্রে খবর, রেজিনার সঙ্গে বারুইপুর খোদার বাজার নিবাসী আরিফ ঘরামির প্রায় পাঁচ বছর আগে ভালোবাসা করে বিয়ে হয়।
তাঁদের দেড় বছরের এক শিশুকন্যা আছে।রেজিনার বাপের বাড়ি সূত্রে খবর, রেজিনা জয়াতলা হাইস্কুলের বাংলা বিষয়ের শিক্ষিকা ছিলেন। স্বামীর সঙ্গে প্রায় সময় অশান্তি হত। অনেকবার তাঁর বাপের বাড়ির লোকেরা এসে দু’জনকেই বোঝানোর চেষ্টা করেছিলেন। এদিন বাপের বাড়ির লোককে ফোনে জানানো হয়, রেজিনা ফিনাইল খেয়েছে।
বাপের বাড়ির লোকেরা এসে জানতে পারেন, রেজিনা ওসব কিছুই খায়নি। কিন্তু মানসিকভাবে ভেঙে পড়েছিল। কারণ স্কুলের এক কলিগের সঙ্গে মিথ্যা অ্যাফেয়ার্স আছে বলে অভিযোগ করা হয়েছিল। বৃহস্পতিবার রাতে নিজের ঘরে গলায় দড়ি দেন রেজিনা। স্থানীয় বাসিন্দারা পুলিশ খবর দিলে তারা তাঁকে বারুইপুর মহকুমা হাসপাতাল নিয়ে যায়।
ডাক্তার রেজিনাকে দেখে মৃত বলে ঘোষণা করেন। রেজিনার নিথর দেহটি শুক্রবার ময়নাতদন্তে পাঠানো হয়। যদিও থানায় কোন অভিযোগ করেনি কোনও পক্ষই।