পরিবারের পছন্দে বিয়েতে রাজি হওয়ায় প্রেমিকাকে খুন করার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে, তেলেঙ্গানার নির্মল জেলার খানাপুর টাউনে৷ পুলিশ সূত্রে খবর, গত বৃহস্পতিবার নিজের বোনের সঙ্গে দর্জির কাছে গিয়েছিলেন আলেখ্যা নামের ওই যুবতী৷ বেলা দেড়টা নাগাদ সেখান থেকে ফেরার সময় আমচকাই পথ আটকান আলেখ্যার প্রেমিক যুকান্তি শ্রীকান্ত৷
অভিযোগ, তাঁকে কুড়ুল নিয়ে আক্রমণ করেন শ্রীকান্ত৷ কুড়ুলের কোপে ঘটনাস্থলেই প্রাণ হারান আলেখ্যা৷ দিদিকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন বোন৷ এমন কাণ্ড ঘটানোর পরই সেখান থেকে চম্পট দেন শ্রীকান্ত৷ তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, আলেখ্যার সঙ্গে শ্রীকান্তর দীর্ঘদিনের সম্পর্ক ছিল৷
তবে আলেখ্যার পরিবার অন্য জায়গায় তাঁর সম্বন্ধ করে বিয়ে পাকা করেন৷ তার পর থেকেই প্রেমিককে এড়িয়ে চলার সিদ্ধান্ত নেন আলেখ্যা৷ এই ঘটনায় শ্রীকান্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশের দাবি, শীঘ্রই গ্রেপ্তার করা হবে অভিযুক্তকে৷