১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষা। ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত তা চলবে।মাধ্যমিকের মতো নিরাপত্তার জন্য উচ্চ মাধ্যমিকের প্রশ্নেও এবার থাকছে ইউনিক কোড। প্রশ্নের ডানদিকে উপরে থাকবে ইউনিক সিরিয়াল নম্বর। উত্তরপত্রে সেই সিরিয়াল নম্বর লিখতে হবে পরিক্ষার্থীদের।
সই করার সময় পরীক্ষা পরিদর্শকরা দেখে নেবেন উত্তরপত্রে ইউনিক কোড আছে কি না। প্রতিযোগিতামূলক পরীক্ষা ও জাতীয় স্তরের পরীক্ষার ক্ষেত্রে এরকম ইউনিক কোডের ব্যবহার লক্ষ্য করা যায়। এবার তা প্রশ্নপত্রে রাখছে উচ্চশিক্ষা সংসদও।