স্টাফ রিপোর্টার: গত ২৯ জানুয়ারি সিএএ কার্যকর হওয়া নিয়ে বড়সড় বার্তা দিয়েছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি বলেছিলেন, ‘এক সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গ-সহ গোটা দেশে সিএএ কার্যকর হবে।’ স্বাভাবিকভাবেই তাঁর এই দাবির পর জল্পনা তুঙ্গে উঠেছে রাজনৈতিক মহলে।
এবার সিএএ কার্যকরের দিনক্ষণ বদলাল শান্তনু ঠাকুর।শান্তনু ঠাকুর এদিন বলেন,’দেশ সিএএ চায়, কার্যকর হবেই, কেউ আটকাতে পারবে না। আগে বলেছিলাম, ৭ দিনের মধ্যে কার্যকর হবে। এখন বলছি, কিছুদিনের মধ্যেই কার্যকর হবে।’