বান্টি মুখার্জি, ক্যানিং: আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সেলিম লস্কর। ধৃতের কাছ থেকে একটি বন্দুক উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, ঘুঁটিয়ারি শরিফ এলাকার ওই যুবক ক্যানিংয়ের তালদি পোল এলাকায় একটি বাড়িতে ভাড়াটিয়া হিসাবে বসবাস করছিল।
অভিযোগ, যখন তখন আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় ঘোরাফেরা করত ওই যুবক। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ক্যানিং থানার আইসি সৌগত ঘোষের নির্দেশে এসআই ইজাজ আহমেদ বিশাল পুলিশ বাহিনী নিয়ে ওই রাতে তালদি পোল এলাকায় হাজির হয় এবং সেখানে তল্লাশি অভিযান চালিয়ে ওই যুবককে ধরে ফেলে।
তার কাছ থেকে একটি বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। ধৃতকে জিঞ্জাসাবাদ করে তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।