Friday, September 20, 2024
spot_img
spot_img
Homeজেলাবাঘের ডেরায় তাড়া করে দুই বাংলাদেশি ডাকাতকে গ্রেপ্তার করল সুন্দরবন টাইগার রিজার্ভ,...

বাঘের ডেরায় তাড়া করে দুই বাংলাদেশি ডাকাতকে গ্রেপ্তার করল সুন্দরবন টাইগার রিজার্ভ, উদ্ধার অস্ত্র

বান্টি মুখার্জি, ক্যানিং: জীবন উপেক্ষা করে রয়্যাল বেঙ্গলের ডেরায় নেমে তাড়া করে দু’টি নৌকা সহ দু’জন বাংলাদেশি ডাকাতকে গ্রেপ্তার করল সুন্দরবন টাইগার রিজার্ভ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে সুন্দরবনে ন্যাশানাল ইস্ট পার্ক রেঞ্জ এলাকায়। ধৃতরা হল আজিজ সরদার ও আব্দুল গফফর হাওলাদার।

বাঘের ডেরায় তাড়া করে দুই বাংলাদেশি ডাকাতকে গ্রেপ্তার করল সুন্দরবন টাইগার রিজার্ভ, উদ্ধার অস্ত্র

ধৃতদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা এলাকায়। ধৃতদের কাছ থেকে দু’টি নৌকা, একটি একনলা বন্দুক, একটি হরিণের শিং, ছ’টিধারালো দা, একটি কুঠার, ছ’টিমোবাইল ফোন, দু’টি বাংলাদেশি সিমকার্ড, ৫৫০ বাংলাদেশি টাকা, ২০ টাকার নেপালি নোট, ১০টি গেওয়া কাঠ সহ অন্যান্য সামগ্রী।

বাঘের ডেরায় তাড়া করে দুই বাংলাদেশি ডাকাতকে গ্রেপ্তার করল সুন্দরবন টাইগার রিজার্ভ, উদ্ধার অস্ত্র

জানা গিয়েছে, ধৃতরা ছ’টি কাঁকড়া ধরার নৌকা ও একটি মাছ ধরার নৌকায় মৎস্যজীবীদের বেধড়ক মারধর করে ছিনতাই করে। বৃহস্পতিবার সুন্দরবনের ন্যাশানাল ইস্ট পার্ক রেঞ্জ সংলগ্ন খালের ধারে রেঞ্জার স্বপনকুমার মাঝি ও ট্রেনি রেঞ্জার নবকুমার সাউয়ের নেতৃত্বে ফরেস্ট গার্ড দীপক মৃধা,

বাঘের ডেরায় তাড়া করে দুই বাংলাদেশি ডাকাতকে গ্রেপ্তার করল সুন্দরবন টাইগার রিজার্ভ, উদ্ধার অস্ত্র

অরণ্যসাথী সুকুমার মণ্ডল, সুব্রতকুমার সাউ, বুদ্ধদেব দলপতি, শশবিন্দু পাত্র সহ সাত সদস্যের একটি দল নজরদারি করছিলেন। সেই সময় তাঁরা চারটি নৌকা দেখতে পান। তাঁরা দ্রুত নৌকার কাছে যাওয়ার চেষ্টা করেন। অন্যদিকে, সুযোগ বুঝে দু’টি নৌকার সাতজন নদীতে ঝাঁপ দিয়ে সুন্দরবন জঙ্গলে বাঘের ডেরায় লুকিয়ে পড়ে।

বাঘের ডেরায় তাড়া করে দুই বাংলাদেশি ডাকাতকে গ্রেপ্তার করল সুন্দরবন টাইগার রিজার্ভ, উদ্ধার অস্ত্র

এদিকে সুন্দরবন টাইগার রিজার্ভের সদস্যরা সুন্দরবন জঙ্গলে নেমে চিরুনি তল্লাশি অভিযান চালান। প্রায় দু’ঘণ্টা বাঘের আস্তানায় তল্লাশি অভিযান চালিয়ে দুই বাংলাদেশি ডাকাতকে ধরে ফেলেন। অন্যান্যরা পালিয়ে গা ঢাকা দেয়। তবে তাদের খোঁজে সুন্দরবন টাইগার রিজার্ভ তল্লাশি অভিযান জারি রেখেছে।

বাঘের ডেরায় তাড়া করে দুই বাংলাদেশি ডাকাতকে গ্রেপ্তার করল সুন্দরবন টাইগার রিজার্ভ, উদ্ধার অস্ত্র

ধৃত দুই ডাকাতকে শুক্রবার আলিপুর এসিজেএম আদালতে তোলা হবে। ঘটনা প্রসঙ্গে ন্যাশানাল ইস্ট পার্কের ট্রেনি রেঞ্জার নবকুমার সাউ জানিয়েছেন, ধৃত ডাকাতরা সুন্দরবন জঙ্গলে ডাকাতি করার পাশাপাশি একটি হরিণ মেরে পুড়িয়ে খেয়েছে। তার প্রমাণ স্বরূপ সুন্দরবন জঙ্গলে পোড়া জায়গাটি পাওয়া গিয়েছে।

বাঘের ডেরায় তাড়া করে দুই বাংলাদেশি ডাকাতকে গ্রেপ্তার করল সুন্দরবন টাইগার রিজার্ভ, উদ্ধার অস্ত্র

বর্তমানে সুন্দরবনে প্রচুর পর্যটকের আনাগোনা। সুযোগ বুঝে জলদস্যুরা অসামাজিক কাজ করার উদ্দেশ্য নিয়েই ভারতে প্রবেশ করেছিল। তবে সুন্দরবন টাইগার রিজার্ভের তীক্ষ্ণ নজরদারির ফলে ধরা পড়ে যায় দুই বাংলাদেশি ডাকাত। বিগত ৯ মাসের মধ্যে চারবার সাফল্য পায় সুন্দরবন টাইগার রিজার্ভ।

Html code here! Replace this with any non empty raw html code and that's it.

Most Popular

error: Content is protected !!