আইসিসি-র বর্ষসেরা ওয়ানডে প্লেয়ার হলেন বিরাট কোহলি। প্রথম ক্রিকেটার হিসেবে কোহলি চার বার এই সম্মান পেলেন। ছাপিয়ে গেলেন এবি ডিভিলিয়ার্সকে। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন এই ক্রিকেটার আগে তিন বার এই সম্মান পেয়েছিলেন। তেইশে কোহলি ৩৬টি আন্তর্জাতিক ইনিংসে ২০৪৮ রান করেন।
বিশ্বকাপে কোহলিই ছিলেন ভারতের রান মেশিন। সেরার লড়াইয়ে কোহলি হারান সতীর্থ শুভমান গিল ও মহম্মদ শামিকেও। দৌড়ে ছিলেন নিউ জিল্যান্ডের ড্যারিল মিচেলও। কিন্তু কোহলি ছাপিয়ে গেলেন সবাইকে। বিশ্বকাপে মহম্মদ শামিও বল হাতে আগুন জ্বালান। ২৪টি উইকেট দখল করেন শামি।
কিন্তু ব্যাট হাতে কোহলি যখনই নেমেছেন, তখনই তিনি ম্যাচ নিয়ন্ত্রণ করেছেন। তাঁকে ঘিরে স্বপ্ন দেখেছে গোটা দেশ।২০২৩ সালের আইসিসি বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।