Tuesday, February 27, 2024
Homeদেশপিকনিকে গিয়ে বোট উলটে ৬ পড়ুয়ার মৃত্যু, খোঁজ চলছে বাকিদের

পিকনিকে গিয়ে বোট উলটে ৬ পড়ুয়ার মৃত্যু, খোঁজ চলছে বাকিদের

পিকনিকে গিয়ে বোট উলটে মৃত্যু হল অন্তত ৬ পড়ুয়ার।ঘটনাটি ঘটেছে, গুজরাটের ভদোদরা লাগোয়া হরনি লেকের কাছে । জানা গিয়েছে, ওই বোটে মোট ২৭ জন পড়ুয়া ছিল। স্কুলের পিকনিকে গিয়েছিল ওই পড়ুয়ারা। লেকে বোটিংয়ের সময় বোট উলটে গিয়ে দুর্ঘটনা ঘটে।

পিকনিকে গিয়ে বোট উলটে ৬ পড়ুয়ার মৃত্যু, খোঁজ চলছে বাকিদের

তার জেরে কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে।এই ঘটনা প্রসঙ্গে গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল জানিয়েছেন, ‘হারানি হ্রদের ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক৷ যে শিশুদের মৃত্যু হয়েছে, তাদের আত্মার শান্তি কামনা করি৷ প্রয়াতদের পরিজনদের প্রতিও আমার সমবেদনা রইল৷

পিকনিকে গিয়ে বোট উলটে ৬ পড়ুয়ার মৃত্যু, খোঁজ চলছে বাকিদের

এই প্রবল শোক সহ্য করার মতো শক্তি তাদের পরিবারের লোকেদের ঈশ্বর দিন৷ এখনও নৌকায় থাকা শিক্ষক ও শিশুদের উদ্ধার করার কাজ চলছে৷ স্থানীয় প্রশাসনকে সকলকে প্রয়োজনীয় সাহায্য দেওয়ার অনুরোধ করা হয়েছে৷’

Most Popular

error: Content is protected !!