স্টাফ রিপোর্টার: প্রবল শীতে কাঁপছে বাংলা।কিন্তু এই শীতের মধ্যেও জলে হাত ভিজিয়ে কাজ করতে হচ্ছে সাফাইকর্মীদের।আর সেই সাফাইকর্মীদের হাতে শীতবস্ত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার গাড়িতে চেপে নবান্নে যাওয়ার পথে হঠাৎই রাস্তার ধারে কর্মরত সাফাইকর্মীদের দিকে চোখ যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
সঙ্গে সঙ্গে তিনি গাড়ি থামিয়ে নেমে আসেন। তাঁদের হাতে শীতবস্ত্র তুলে দেন। তবে শুধু এক জায়গায় নয়, এদিন মোট তিন জায়গায় দরিদ্র মানুষজনের হাতে শীতবস্ত্র তুলে দেন মুখ্যমন্ত্রী।বৃহস্পতিবার সকালের সেই ঘটনার কথা মুখ্যমন্ত্রী নিজেও তাঁর ফেসবুক হ্যান্ডেলে শেয়ার করেছেন।
শীতবস্ত্র বিতরণের বেশ কিছু ছবি পোস্ট করে মমতা লিখেছেন, ‘এই শীতের দিনে তাঁদের জীবনযাপন আমাকে ভাবায়, আমার হৃদয়ে বেদনার সঞ্চার করে। তাঁরা আমার এই শহর তথা রাজ্যকে পরিষ্কার রাখেন।’ মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আমার নিজের সাধ্যমতো সর্বদা সকল মানুষের পাশে থাকতে আমি বদ্ধপরিকর।
আমার রাজ্যের যে-কোনো প্রান্তে কোনো একজন মানুষও যদি দুঃখে-কষ্টে থাকে, তাহলে তা আমার কাছে সমান বেদনাদায়ক।’ সঙ্গে তিনি আরও লিখেছেন, জনসেবা করার জন্যই নিজের গোটা জীবন সঁপে দিয়েছেন।