Friday, May 24, 2024
spot_img
spot_img
Homeদেশতামিলনাড়ুতে জাল্লিকাট্টু দেখতে এসে ষাঁড়ের গুঁতো ২ জনের মৃত্যু

তামিলনাড়ুতে জাল্লিকাট্টু দেখতে এসে ষাঁড়ের গুঁতো ২ জনের মৃত্যু

তামিলনাড়ুর জনপ্রিয় উৎসব জাল্লিকাট্টু দেখতে গিয়ে ষাঁড়ের গুঁতো খেয়ে মৃত্যু হল এক শিশু-সহ ২ জনের। জানা গিয়েছে, বুধবার মিলনাড়ুর শিবগঙ্গায় জাল্লিকাট্টু শেষ হয়ে যাওয়ার পর ষাঁড়ের মালিকেরা যখন নিজেদের ষাঁড়কে ফিরিয়ে নিয়ে যাওয়ার তোড়জোড় করছেন, তখনই দুর্ঘটনা ঘটে যায়।

তামিলনাড়ুতে জাল্লিকাট্টু দেখতে এসে ষাঁড়ের গুঁতো ২ জনের মৃত্যু

আচমকাই ষাঁড়গুলি দৌড়তে আরম্ভ করে। তার মধ্যে কয়েকটি ষাঁড় জাল্লিকাট্টু দেখতে আসা দর্শকদের উপর দিয়ে দৌড়ে যায়। তাতে দর্শকরা আহত হন। তাঁদের মধ্যেই মৃত্যু হয় একটি শিশু-সহ দু’জনের।

Most Popular

error: Content is protected !!