বিশ্ব সমাচার, কাকদ্বীপ : বুধবার থেকে শুরু হয়ে গেল গঙ্গাসাগর মেলা। এদিন মেলা অফিস ও মেগা কন্ট্রোল রুমের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পরই মেলা প্রাঙ্গণ জুড়ে সিসিটিভি ক্যামেরা গুলিকে চালু করা হয়েছে। মেলার মূল মঞ্চে শুরু হয়েছে তথ্য ও সংস্কৃতি দপ্তরের শিল্পীদের দ্বারা বিভিন্ন অনুষ্ঠান।
এদিন সকালে সপরিবারে রাজ্যপাল হেলিকপ্টারে করে গঙ্গাসাগরে এসে কপিল মুনির মন্দিরে পুজো দেন। গঙ্গাসাগর মেলার পরিকাঠামো দেখে তিনি রাজ্য সরকারের প্রশংসা করেন।